আন্তর্জাতিক প্রবাসী দিবস ও নববর্ষ উপলক্ষে দুবাইয়ে সাধারণ শ্রমিকদের নিয়ে মিলনমেলার আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশি উদ্যোক্তা কামরুল সোহেলের গ্রুপ অব কোম্পানির অন্যতম প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ডিজিটাল এডভার্টাইজিং কোম্পানি।
জানা যায়, ১৫ বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতে পাড়ি জমান সন্দীপের কামরুল ইসলাম। সেখানে তার আরেক বন্ধু সোহেলকে সাথে নিয়ে গড়ে তুলেন ডিজিটাল এডভার্টাইজিং কোম্পানি। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি, একে একে প্রতিষ্ঠা করেছেন আরও ৩টি কোম্পানি- যার মাধ্যমে প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক প্রবাসী দিবস ও নববর্ষ উপলক্ষে মাদাম পাবলিক পার্কে শ্রমিকদের জন্য বাৎসরিক বনভোজনের আয়োজন করা হয়। সেখানে স্ব স্ব ক্ষেত্রে সফলতার জন্য শ্রমিকদের অ্যাওয়ার্ড ও নগদ অর্থ প্রদান করা হয় কোম্পানির পক্ষ থেকে। সেরা সেলসম্যান হিসেবে মার্কেটিং ম্যানেজার মাইন উদ্দিনকে বাংলাদেশি টাকায় ১ লাখ ৭০ হাজার টাকা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এই প্রতিষ্ঠানের প্রতিটি শ্রমিক ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে থাকে। এখানে মালিক শ্রমিকদের সম্পর্ক একই পরিবারে মত এখানে কারো সাথে কারো কোন দ্বিধাবোধ নেই বলে মন্তব্য করেন কোম্পানির মার্কেটিং ম্যানেজার মাঈন উদ্দিন।
নারী, পুরুষ এবং শিশুদের জন্য নানা ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কোম্পানির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশি প্রতিষ্ঠানে কাজ করে বাংলাদেশি শ্রমিক ও এশিয়ান শ্রমিকরা সন্তুষ্টি প্রকাশ করেন।
বর্তমানে আরব আমিরাতে সাধারণ শ্রমিকদের ভিসা বন্ধ রয়েছে, এই ভিসা জটিলতা সমাধান হলে এই কোম্পানির মাধ্যমে অনেক বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন প্রতিষ্ঠান খুলে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে চান কামরুল ইসলাম। এই ব্যাপারে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।













