২৯ অক্টোবর ২০২৫

দুবাই বঙ্গবন্ধু পরিষদের ৭ মার্চ উদযাপন

আমিরাত প্রতিনিধি »

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্য নিয়ে আলোচনা ও কার্যকরী কমিটির বর্ধিতসভা আনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল হকের পরিচালনায় আলোচনা ও কার্যকরী কমিটির এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি নেতা আইয়ুব আলী বাবুল। এছাড়াও সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিটির ধর্মীয় সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন তৈয়বীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষনের তাৎপর্য নিয়ে আলোচনা ও কার্যকরী কমিটির বর্ধিতসভা আনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সকল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আগামী মহান ২৬ মার্চ উৎযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবে রূপ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মিশন-২১\৪১ বাস্তবায়নের কাজ করতে বক্তারা সকলের প্রতি আহ্বান জানান।

পরে আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য প্রবাস থেকে সকলকে কাজ করার আহ্বান জানান দুবাই বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন