২৩ অক্টোবর ২০২৫

দুর্গোৎসব উপলক্ষে সিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের বিশেষ নির্দেশনা

বাংলাধারা প্রতিবেদন»

সনাতন ধর্মাবলম্বীদের সর্বোবৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব  উপলক্ষে  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক দক্ষিণ বিভাগের নিয়ন্ত্রনাধীন এলাকায় দর্শনার্থীদের ও জনসাধারণের সুষ্ঠু ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকল্পে  ট্রাফিক দক্ষিণ বিভাগ বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থা  গ্রহণ করছে।

এ ব্যবস্থার অংশ হিসেবে শারদীয় দুর্গা পূজা চলাকালীন আন্দরকিল্লা জেএমসেন হলের মুখে গণি বেকারির গুডস হিলে সকল প্রকার যানবাহন ডাইভারশন প্রদান করা হবে।

এছাড়া নগরীর নেওয়াজ হোটেল মোড় ও সদরঘাট জেটি,সিটি কলেজ মোড়,জিপিও- আলকরন, কোতোয়ালি মোড়,বক্সিরহাট এলাকায় ভারী ও পণ্যবাহী যানসমূহ নিয়ন্ত্রণ করা হবে।শারদীয় দুর্গোৎসব  চলাকালীন সময়ে বক্সিরহাট মোড়ের মিডিয়ান গ্যাপ বন্ধ থাকবে।

সদরঘাট ->ইসলামিয়া কলেজ মোড় ->নালাপাড়া->কালীবাড়ী->সিটিকলেজ/জিপিও রোডের ভারী যানবাহন প্রবেশ দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সম্পন্নরূপে বন্ধ থাকবে।

কোতোয়ালি->লালদিঘী ->বক্সিরহাট ->চাক্তাই/ খাতুনগঞ্জে চলাচলকালে ভারী ও পণ্য বহনকারী যানবাহন সমূহে কোতোয়ালি মোড় হতে ডাইভারশন প্রদান করা হবে।

শারদীয় দুর্গোৎসব চলাকালে পূজা মন্ডপ গুলোতে ব্যাপক দর্শনার্থীদের ভীড় থাকবে বিধায় ইসলামিয়া কলেজ মোড়, নালাপাড়া,সিটি কলেজ মোড়,কালীবাড়ী মোড়,নিউমার্কেট, জিপিও,কোতোয়ালি, আমতল, তিনপুল, বৌদ্ধমন্দির,পুলিশ প্লাজা, লালদিঘী পাড়,বক্সিরহাট, আন্দরকিল্লা,চেরাগি পাহাড়, সার্সন রোড,কাজীর দেউরী,রেডিসন ব্লু,আলমাস, সিরাজদৌল্লা রোড,গুলজার, অলিখাঁ মোড় এলাকায় স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের চাপ বেশী থাকবে এবং যানবাহন স্বাভাবিক সময়ের তুলনায় ধীর গতিতে চলাচল করবে।

জরুরি প্রয়োজনের ক্ষেত্রে এই এলাকায় সড়ক গুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকল্পে ট্রাফিক দক্ষিণ বিভাগের গৃহীত বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থার অংশ হিসেবে অতিরিক্ত সার্জেন্ট /টিএসআই,এএসআই (নিঃ)/এটিএসআই, কনস্টেবল মোতায়ন করা হবে।শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ভাবে পালনের জন্যে সন্মানিত নগরবাসীদের সহযোগিতা প্রত্যাশা করেছেন ট্রাফিক বিভাগ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন