আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও ছেলে এস আমরীন রাখীসহ ১১ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক মনিরুজ্জামান এই আবেদন করেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন—স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, তার ছেলে ও ব্যাংকের পরিচালক কাজী খুররম আহমদ, মশিউর সিকিউরিটিজ সিটি সেন্টারের চেয়ারম্যান মশিউর রহমান, পরিচালক মোগল জান রহমান ও জিয়াউল হাসান চিশতী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল কাসেম কাসু, তার স্ত্রী আসমা কাসেম ও মেয়ে উম্মে কুলসুম।
দুদকের আবেদনে বলা হয়, জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এ লক্ষ্যে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, যা তদন্তে বিঘ্ন ঘটাতে পারে।
অন্যদিকে স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে আত্মীয়দের ব্যাংকে চাকরি দিয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন।
এর আগে টেলিকম কোম্পানির মাধ্যমে ২৬০ কোটি টাকা পাচারের অভিযোগে জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়েকে আসামি করে একটি মামলা দায়ের করে দুদক।