বাংলাধারা ডেস্ক
দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কে সকল ধরনের অনুদান বন্ধ করে দিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্তা ফিফা।
বেশ কিছুদিন আগে ঘটনাটি ঘটলেও বার বার তা অস্বীকার করে আসছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তবে শেষ পর্যন্ত ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির সাধারণ সম্পাদক আবদুস সালাম মুশের্দী।
তিনি বলেন, ‘ফিফা আমাদের আথির্ক হিসাবে গড়মিল খুঁজে পেয়েছেন। তাই অনুদান বন্ধ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ফিফার সাথে এই বিষয়ে আমাদের মঙ্গলবার সভা রয়েছে। এরপরও বিস্তারিত বলতে পারবো।’
ফিফা বাফুফের হিসেবে যে গড়মিল খুঁজে পেয়েছে এজন্য চীফ ফিনানশিয়াল অফিসার আবু হোসেনকে দায়ি করেছেন তিনি।
জানা যায়, করোনাকালীন সময়ে ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোকে কোভিড ফান্ড দিলেও বাংলাদেশ তা পায়নি।
আরেকটি সূত্রে জানা যায়, ফিফা নিয়মিত যে অনুদান বাফুফেকে দেয়া হয় সেটাও বন্ধ রয়েছে।
আরও জানা যায়, প্রায় দুই মাস ধরে বেতন পাচ্ছে না বাফুফের স্থানীয় কোচদের।
বাংলাধারা/এফএস/এআই













