৩০ অক্টোবর ২০২৫

দুর্বৃত্তের আঘাতে সিএনজি অটো রিক্সা চালক খুন

হাটহাজারী প্রতিনিধি»

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি কোপে মোহাম্মদ মুছা (৩৫) নামে এক যুবক খুন হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত দশটায় মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাচা মিয়া সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মুছা একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএনজি টেক্সি চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক দশটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে মুছা নামে এক সিএনজি টেক্সি চালক তার বাড়ির সামনে খুন হয়েছে। জায়গা জমির বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে হাটহাজারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি আরো জানান ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরুতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ব্যাপারে তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্হা গ্রহণ করা হবে।

আরও পড়ুন