৪ নভেম্বর ২০২৫

‘দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি’র মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

বাংলাধারা ডেস্ক »

নতুন ‘দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি, ২০১৯’ এর মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এই মোড়ক উন্মোচন করেন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এবং সিনিয়র সচিব মো. শাহ কামাল প্রধানমন্ত্রীর হাতে ‘দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি, ২০১৯’ তুলে দেন। পরে প্রধানমন্ত্রী এটির মোড়ক উন্মোচন করেন।

দুর্যোগকালীন ও দুর্যোগের আগে-পরে কার কী দায়িত্ব সেই বিষয়ের বিস্তারিত বর্ণনা থাকে দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলিতে। এর আগে ২০১০ সালে দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি সংশোধন করা হয়েছিল।

পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান ফেসবুকে স্ট্যাটাসে বলেন, ‘আজকের দিনটি নিঃসন্দেহে আমার জীবনে একটি তাৎপর্যপূর্ণ দিন। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরুর আগেই মানবতার জননী, বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দিলাম দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি। বইটির মোড়ক উন্মোচন করে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনা।’

সূত্র :

আরও পড়ুন