৮ নভেম্বর ২০২৫

‘দুর্যোগ মোকাবেলায় টেকসই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে সরকার’

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

স্বাধীনতা পরবর্তী সময়ে দ্বীপ উপজেলা মহেশখালীতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর দেখানো পথেই বর্তমান সরকার দুর্যোগ প্রস্তুতির ক্ষেত্রে বিভিন্ন ধরণের টেকসই কর্মসূচি বাস্তবায়ন করছে।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে মহেশখালী উপজেলা হলরুমে উন্নয়ন ধারা’র আয়োজনে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেছেন।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন- আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান (অতিরিক্ত সচিব) এস এম হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্মসচিব) পুলক কান্তি বড়ুয়া, আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয় সহকারী পরিচালক মো. আমিনুর রহমান, উপ প্রকল্প পরিচালক এইচবিবি (২য় পর্যায়) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মোহাম্মদ আওলাদ হোসেন।

এতে বক্তারা আরো বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত করণ ও মুজিববর্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে গ্রামীণ রাস্তায় সেতু-কালভার্ট নির্মাণ, গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে এইচবিবি করণ, উপকূলীয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, জেলা ত্রাণ গুদাম-কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র নির্মাণ, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য যন্ত্রপাতি সংগ্রহ, মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সেই সব কমর্সুচি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্চে সরকার।

কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশার পারভেজ, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের প্যানাল চেয়ারম্যান দলিলুর রহমার, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী উপকারভোগী, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় অতিরিক্ত সচিব এস এম হামিদুল হক জানান, সুদূর অতীত থেকেই বাংলাদেশ বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্পের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে আসছে। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সাহসী ও সময়োপযোগী পদক্ষেপসমূহ অনুসরণ করে বর্তমানে বাংলাদেশ এই চ্যালেঞ্জের মোকাবিলা সফলতার সাথে করে যাচ্ছে। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুর্যোগ ঝুঁকিহ্রাসে (এইচবিবি) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে জানমাল রক্ষার জন্য দেশের উপকূলীয় অঞ্চলে নতুন ২১৮টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি করা হচ্ছে। বন্যা এবং ঘূর্ণিঝড়প্রবণ এলাকার মানুষের জীবন এবং সম্পদ রক্ষায় সারাদেশে ১৬৪টি মুজিবকিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার মধ্যে ৫টির কাজ সমাপ্ত হয়েছে। গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার জন্য এইচবিবি প্রকল্পের আওতায় ৫ হাজার ৫৮৮ দশমিক ৭৮ কিমি রাস্তার কাজ চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ