২৪ অক্টোবর ২০২৫

‘দু’সপ্তাহের মধ্যে সন্দ্বীপের সরকারি হাসপাতালে সিজারের ব্যবস্থা করা হবে’

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ »

সন্দ্বীপের সরকারি হাসপাতালে আগামী দুই সপ্তাহের মধ্যেই সিজারের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য বিভাগে জনবল কাঠামো বৃদ্ধিসহ প্রয়োজন অনুযায়ী চিকিৎসকও অতিসত্ত্বর নিয়োগ দেয়া হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) মা-মনি এমএনসিএসপি প্রকল্প কার্যক্রম উদ্বোধনকালে কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর এ কথা বলেন।

দাতা সংস্থা ইউএসএআইডি ও সেভ দ্যা চিলড্রেনের আর্থিক ও কারিগরি সহায়তায় এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় সন্দ্বীপের মুছাপুর, মগধরা, বাউরিয়া ও হারামিয়া ইউনিয়নের এফডব্লিউসিতে মাতৃমঙ্গল ও শিশু পরিচর্যায় এখন থেকে পুনর্দ্যমে কাজ করবে। এ চার এফডব্লিউসিতে নরমাল ডেলিভারীর জন্য ইতিমধ্যে ৪ জন সুপ্রশিক্ষিত মিড ওয়াইফ নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি। হারামিয়া এফডব্লিউসিতে গত দু’দিন আগে দু’টি নরমাল ডেলিভারীও হয়েছে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন -চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনউদ্দিন মিশন, মা মনি এমএনসিএসপি নোয়াখালী রিজিয়ন মো. সালাউদ্দিন, নোয়াখালীর ডিডিএফপি এ কে এম জহিরুল ইসলাম, মা মনি (রিক) প্রকল্পের নোয়াখালী আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রব পটোয়ারী, মিরসরাই ও সন্দ্বীপের (অঃদাঃ) প.প কর্মকর্তা শাহ মেহাম্মদ নুর, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ বশির আহমেদ খান, মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন প্রমুখ।

বাংলাধারা/এআই

আরও পড়ুন