৫ নভেম্বর ২০২৫

দুস্থ ও অসহায়দের খাদ্য সামগ্রী দিয়েছে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু

নিজস্ব প্রতিবেদক »

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কর্তৃক ঘোষিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২০০ অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) নগরীর ৩৮ নম্বর মধ্যম হালিশহর ওয়ার্ডের শামীমা কনভেনশন হলে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য ছিল- চাল, আলু, ছোলাসহ অনেক কিছু।

মহানগর যুবলীগ নেতা ইমতিয়াজ সুমনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জাবেদের সঞ্চালনায় এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ৩৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু ও যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলা।

দেবাশীষ পাল দেবু তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পূর্বের মতো এবারও বাংলাদেশ যুবলীগ কর্মহীন, ছিন্নমূল, অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এখন একটি মানবিক সংগঠনে পরিণত হয়েছে। যুবলীগের নেতাকর্মীরা নিজের জীবন বাজি রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। খাদ্য সহায়তা, ফ্রি চিকিৎসাসেবা প্রদান থেকে লাশ দাফন করা পর্যন্ত সকল কাজের সাথে যুবলীগ নেতা-কর্মীরা সম্পৃক্ত রয়েছে।

আরও উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা জাহিদ হোসেন খোকন, মিজান, আব নাসের জুয়েল, মো. আরমান, সাজ্জাদ, রাশেদ, তৌকির, আরাফাত, রাকেশ, তোহাব, আনিস, সাদ্দাম প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ