৯ ডিসেম্বর ২০২৫

দু-একদিনের মধ্যে গুড়িগুড়ি বৃষ্টি: এরপর শৈত্য প্রবাহ

বাংলাধারা ডেস্ক »  

আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। দুই-এক দিনের মধ্যে গুড়িগুড়ি বৃষ্টির পরেই নামবে শীত। আর বৃষ্টি হলে কমে যাবে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে আবারএ মৃদ শৈত্যপ্রবাহ বয়ে যাবে ।এটি দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে।

আবহাওয়ার  ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুদিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। তার পরের ৫ দিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে।২৭ ডিসেম্বর থেকে সারা দেশেই মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাবে।তাছাড়া, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও রংপুরে তীব্র শীত অনুভুত হতে পারে।

এদিকে, দেশের উত্তরের জেলা পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা অনেক বেশি। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এ পর্যন্ত এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

মঙ্গলবার দেশের  সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ ছিল টেকনাফে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, শীতের দাপটে পঞ্চগড় জেলার প্রায় ২ লাখ শীতার্ত মানুষের অবস্থা কাহিল। গরম কাপড়ের অভাবে প্রচন্ড কষ্টে আছেন তারা। ইতোমধ্যে তাদেরকে ৩০ হাজার শীতবস্ত্র দেয়া হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। শীতের কারণে কর্মহীন হয়ে পড়েছে হাজারো মানুষ। মৃদু শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশা থাকায় জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে বের হচ্ছে না।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ