২৮ অক্টোবর ২০২৫

দূরত্ব বজায় রেখেই জুমাতুল বিদার নামাজ আদায়

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম সহ সারা দেশের সব মসজিদে নিরাপদ দূরত্ব বজায় রেখে যথাযথ ধর্মীয় মর্যাদায় রমজান মাসের শেষ শুক্রবার জামাতে জুমাতুল বিদার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

শুক্রবার (২২ মে) দেশের বিভিন্ন মসজিদে রমজান মাসের শেষ জুমায় বিপুল সংখ্যক মুসল্লি জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। এ দিন জুমার নামাজ শেষে মোনাজাতে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও করোনা মহামারি থেকে মুক্তি কামনা করেছেন তারা।

পবিত্র মাহে রমজানকে জুমাতুল বিদার মধ্য দিয়ে এক বছরের জন্য বিদায় জানানো হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমাতুল বিদায় অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে অনেকেই জুমার নামাজে হাজির হয়ে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন