মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে খালে পোল্ট্রি ফার্মের বর্জ্য ফেলায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করায় দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ মার্চ) বিকেলে মিরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে দূষিত পোল্ট্রি বর্জ্য এবং দূষিত পানি খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে মামনি পোল্ট্রি ফার্মকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে এসবি সুইটস নামের একটি মিষ্টির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, পরিবেশ দূষণের দায়ে মামনি পোল্ট্রি ফার্মকে ২ লাখ টাকা এবং একটি মিষ্টি তৈরির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পোল্ট্রি ফার্ম কর্তৃপক্ষকে পোল্ট্রি বর্জ্য যাতে খালের পানিতে না ফেলে সে ব্যাপারে সতর্ক করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে দূষিত পানির লাইন বন্ধ করা ও নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য ১ মাসের সময় বেধে দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় জোরারগঞ্জ থানা পুলিশ এবং আনসার বাহিনী সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।













