বাংলাধারা প্রতিবেদন »
ফেনী জেলার সদর থানাধীন খায়ের রেস্তোরা এন্ড কাবাব হাউস এর সামনে থেকে ১ হাজার ৫ শ‘ ৮৩ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
শুক্রবার (১২ জুলাই) দিাবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- চাঁদপুর জেলার মোঃ মোহাব্বর প্রধানের ছেলে মোঃ গোলাম রাব্বানী (৩৮) ও বগুড়া জেলার ফজর সাকিদারের ছেলে মোঃ সানাউল সাকিদার। র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বাংলাধারাকে বলেন, গোপন সংবাদে জানতে পারি কিছু মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে। আমাদের একটি দল ফেনী জেলার সদর থানাধীন মহিপালস্থ খায়ের রেস্তোরা এন্ড কাবাব হাউস এর সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী শুরু করে।
এসময় কাভার্ড ভ্যানটি থামার সংকেত দিলে আসামীরা গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়।
তিনি বলেন, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে কাভার্ড ভ্যানটির ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় এ ফেনসিডিলের বোতল গুলি পাওয়া যাই। জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পন্য পরিবহনের আড়ালে মাদকদ্রব্য কিনে কাভার্ড ভ্যানের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।
এসময় মাদক পরিবহনের ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি /আর
				












