৫ নভেম্বর ২০২৫

দেশত্যাগে নিষেধাজ্ঞা এস এ গ্রুপের চেয়ারম্যানের

বাংলাধারা ডেস্ক »

এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম সাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান মঙ্গলবার এই আদেশ দেন। একই সঙ্গে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপিকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আদেশ দিয়েছেন।

বিবাদীদের কাছে অগ্রণী ব্যাংকের পাওনা ১১২ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৩০০ টাকা ৯২ পয়সা। এই টাকা আদায়ে তাদের বিরুদ্ধে দেশত্যাগে এই নিষেধাজ্ঞা দেওয়া হল।

অগ্রণী ব্যাংকের পক্ষে নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট অছিয়র রহমান গণমাধ্যমকে বলেন, ব্যাংকের ১১২ কোটি টাকা আদায়ে আমরা বিবাদীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করি। শুনানি শেষে আদালতের বিচারক বিবাদীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

আদালতের তথ্যমতে, বিবাদীদের কাছ থেকে পাওনা আদায়ে গত বছরের ২২ নভেম্বর ব্যাংকের পক্ষ থেকে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়। এর আগে ২০১৩ সালে উল্লেখিত ঋণ আদায়ে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ