বাংলাধারা ডেস্ক »
বিএনপি দেশব্যাপী আন্দোলনের নামে সন্ত্রাস, সহিংস, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল করেছে মিরসরাই উপজেলা যুবলীগ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলার আয়োজনে এই সমাবেশ ও মিছিল করে মিরসরাই উপজেলা যুবলীগ।
এদিন বিকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেটস্থ দোস্ত বিল্ডিং প্রাঙ্গণে শান্তি সমাবেশ গণজাগরণে পরিণত হয়। এতে উত্তর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
উক্ত শান্তি সমাবেশে সবচেয়ে বড় জমায়েত করে মিরসরাই উপজেলা যুবলীগ। যুবলীগ নেতা মনজুরুল হাসান মঞ্জু ও আছিফ রহমান শাহীনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয় ইমতিয়াজ অভি, শওকত আজিম রিংকু, ফেরদোস, আরাফাত,
রাসেদুল করিম, আলী আহমেদ জাহিদ, নুরুল হাদি সুজন, হাসান রেজা মাহমুদ রুমি, নিলু, আলী, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবু, ইরফান, রিফাত, জাহেদ ইসলাম রানাসহ শত শত নেতাকর্মী।
এ সময় মিছিলটিকে স্বাগত জানায় চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান।
যুবলীগ নেতা আছিফ রহমান শাহীন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করে চলেছে সেই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশে স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনের নামে পূর্বের ন্যায় বিএনপি-জামায়াত দেশে আবারও জ্বালাও-পোড়াও সহিংসতায় নেমেছেন। এই ভাষার মাসে তা রুখে দাঁড়াতে বাঙালিকে চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি অর্জন করতে হবে। দেশের জনগণের জানমালের নিরাপত্তায় রাজপথে অবস্থানে রয়েছে যুবলীগের নেতাকর্মীরা।আমাদের যুবলীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে যুবলীগ মাঠে ছিল এবং থাকবে।













