বোয়ালখালী প্রতিনিধি »
দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে শ্রীপুর খরন্দ্বীপ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দ্বীপ ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ ও মশাল মিছিল বের করা হয়।
এ সময় উপজেলা কৃষক লীগের যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক বকুল, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সস্পাদক মো. নাঈম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউনুচ আজম খোকন ও ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং কৃষক লীগের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপি জামায়াতের দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশে অরাজকতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে থেকে তার মোকাবেলা করতে প্রস্তুত রয়েছেন বলে জানান তারা।













