বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপি উৎসবের উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবুল কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবী নাগরিক সংগঠক, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আ ক ম ফজলুল হক পাশা, বিদ্যালয়টির সাবেক ছাত্র চাকসু ভিপি নাজিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক অমর নাথ চৌধুরী, সমাজ সেবক আলী আসগর চৌধুরী, রাজনীতিবিদ কাজী এনামুল হক, সাবেক ছাত্র ও জনপ্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, সাবেক ছাত্র ও রাজনীতিবিদ অ্যাডভোকেট ইফতেখার চেধৈুরী মহসিন, রাজনীতিবিদ মোরশেদ আলম চৌধুরী, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আসগর চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সৈয়দ মন্জুর আলম, আইনজীবী সমিতির অর্থ সম্পাদক মইনুল আলম চৌধুরী টিপু, চবি আইন বিভাগের অধ্যাপক শাহীন, হাটহাজারী সরকারি কলেজের অধ্যাপক লিটন, চবি একাউর্ন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক আলী আরশাদ চৌধুরী, বাচিক শিল্পী বিশ্বজিৎ পাল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সবার আগে দেশ। দেশের ঐতিহ্য ইতিহাস ধারণ করে আলোকিত দেশ, আলোকিত জীবন গঠন হতে পারে শিক্ষার সার্থকতা। বক্তারা করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা তৈরির জন্য প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানের শোভাযাত্রাকালে ফতেয়াবাদ এলাকার সবকটি সড়ক পথে যেন মিশে যায় বিদ্যালয়টির উদ্যানে। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন ও বর্ণের সাজে দারুন উচ্ছ্বাস প্রকাশের মধ্য দিয়ে এ উৎসবে অংশ নেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













