আবদুল আলীম সাইফুল,আমিরাত প্রতিনিধি»
ইউনিক দুবাইয়ের উদ্যোগে দুবাইতে অনুষ্ঠিত হলো চাকুরী করবো না চাকুরী দেবো স্লোগান নিয়ে গড়ে উঠা নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের ইউনিক দুবাই উদ্যোক্তা সম্মেলন ২০২১। গ্রুপের সদস্য ও বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনসহ আগত অতিথিদের সাথে নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান অতিথি জনাব ইকবাল বাহার জাহিদ।
বাংলাদেশ সহ বিশ্বের ৫০ টি দেশের তরুণ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে বলে জানান প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, জাতীয় সংগীত গেয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, কোর ভলেন্টিয়ার এম ডি নুর ও মডারেটর রাসেল আকন্দের যৌথ সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন কান্ট্রি অ্যাম্বাসেডর ইমাম হোসেন পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক্য’র মহাসচিব তৌহিদ হোসেন, স্কিল অব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা দৌলত জাফরী চ্যানেল ২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ফারাবি হাফিজ নিউজ ২৪ ও বাংলাধারার ইউ এ ই প্রতিনিধি আবদুল আলীম সাইফুল। নুরুল আলম, ডাইরেক্টর অফ অনলাইন গ্রুপ, সাবেক ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ ভূমিকায় ছিলেন: খালেদ ইকবাল সিদ্দিকী দিদারুল আলম তালুকদার।। এইচ এম রাশেদ মোঃ মইন উদ্দিন প্রিন্স ফারুক রতন খান মোঃ জাফর ইকবাল মোস্তাক আহমেদ মৃধা আব্দুল কাদের মোহন সাইফুল আজম এছাড়াও ২ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।













