বাংলাধারা প্রতিবেদন »
প্রাণঘাতি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৩০ জন আক্রান্ত হয়েছেন । এতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জনে। এ সময় করোনায় আক্রান্ত ১৬ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ জনে।
শনিবার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান ধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানন, গত ২৪ ঘণ্টায় আরও ৩৩৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টা যে ১৬ জন মারা গেছেন তাদের মধ্যে রাজধানী ঢাকার সাত জন এবং অন্যরা ঢাকার বাইরের।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করা হয় উল্লেখ করে তিনি বলেন, আগের কিছুসহ মিলিয়ে ছয় হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো এক লাখ ৬৭ হাজার ২৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
বাংলাধারা/এফএস/টিএম













