৮ ডিসেম্বর ২০২৫

দেশে একদিনে রেকর্ড মৃত্যু, চট্টগ্রামের ১২

বাংলাধারা প্রতিবেদন »

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ৬৪ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে বন্দরনগরী চট্টগ্রামের রয়েছেন ১২ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ১ হাজার ৮৪৭ জন। অপরদিকে, চট্টগ্রামে এখন পর্যন্ত ১৩১ জন মৃত্যুর মিছিলে নাম লেখান।

মঙ্গলবার (৩০ জুন) বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪৪৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হন। এখন পর্যন্ত করোনায় মহানগরে ৫ হাজার ৫১৫ জন ও উপজেলায় ২ হাজার ৫২০ জন আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যুবরণ করেছেন ১৩১ জন, সুস্থ হয়েছেন ৯৬৫ জন। তাছাড়া আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৪৪৫ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন