বাংলাধারা প্রতিবেদন »
প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত একদিনে ২ হাজার ৫১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৫৪ জন। এর মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ১৫ জন।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৭ জন এবং মোট সুস্থ ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন। ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮২ জনে।
বাংলধারা/এফএস/টিএম













