১৩ ডিসেম্বর ২০২৫

দেশে করোনা কেড়ে নিলো আরও ৩৪ প্রাণ

বাংলাধারা ডেস্ক »

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ২০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৩২৯ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ৮৯ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে চার হাজার ৪৮৬ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ১৭ হাজার ৫০৩ জন করোনা থেকে সুস্থ হলো।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবে ১৬ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত দেশে মোট ২৯ লাখ ৫৬ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ