৩০ অক্টোবর ২০২৫

দেশে ফিরলেন মেয়র রেজাউল, অভ্যর্থনা জানালেন ভারপ্রাপ্ত মেয়র লিটন

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে ঢাকা হয়ে সৌদি আরবের পথে রওয়ানা করেন তিনি।

বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত মেয়র আবদু সবুর লিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, অধ্যাপক মো. ইসমাইল, গাজী মো. শফিউল আজিম, মো. শাহেদ ইকবাল বাবু, লায়ন মো. ইলিয়াছ, সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতি. প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, অতি. প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, এস্টেট অফিসার জসিম উদ্দিন, স্থপতি আবদুল্লাহ আল ওমরসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন