বাংলাধারা প্রতিবেদন »
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতে সফলভাবে অংশগ্রহণ শেষে সোমবার দেশে ফিরেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ প্রত্যয়।
এসময় কমান্ডার বিএন ফ্লিট এর চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মোস্তফা জিল্লুর রহিম খান জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
জাহাজটি বাংলাদেশে প্রত্যাবর্তনকালে ভারতের মুম্বাই এবং শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে যাত্রা বিরতি করে।
এর আগে ক্যাপ্টেন আহমেদ আমিন আব্দুল্লাহর নেতৃত্বে বানৌজা প্রত্যয় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত ২০-২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
আইএসপিআর জানায়, উক্ত প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এই প্রদর্শনীতে অংশগ্রহণ জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে সামরিক সু-সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সূত্র: দৈনিক ইত্তেফাক
বাংলাধারা/এফএস/এআর













