বাংলাধারা প্রতিবেদন »
দীর্ঘ ১ মাস পর দেশে ফিরে আবারও মাঠে করোনাকালের মানবিক যোদ্ধা প্রকৌশলী জ্যোতির্ময় ধর।
চলতি লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন তিনি।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকৌশলী জ্যোতির্ময় ধর ও আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর প্রধান, নারীনেত্রী বাপ্পী দেব বর্মন’র যৌথ উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে অর্ধশতাধিক কর্মহীন শ্রমিকের হাতে তুলে দেওয়া হয় ১০ দিনের খাদ্য সহায়তা।
উল্লেখ্য, করোনা ভয়াবহতার শুরু থেকেই থেকে এ পর্যন্ত চট্টগ্রাম শহর ও জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকায় সকলের প্রশংসা কুড়িয়েছেন প্রকৌশলী জ্যোতির্ময় ধর ।
এই সময় তিনি উপস্থিত শ্রমিকদের সাস্থবিধি মেনে চলার অনুরধ করেন ।
বাংলাধারা/এফএস/এআই