বাংলাধারা ডেস্ক »
দেশে ভাইরাসজনিত রোগ মাঙ্কিপক্সে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি জানিয়ে এমন খবরকে ‘গুজব’ বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
মঙ্গলবার শহীদ ডা. মিল্টন হলে এক জরুরি সংবাদ সম্মেলনে মাঙ্কিপক্সের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে গুজব বা আতঙ্ক এড়িয়ে চলার আহবান জানান তিনি।
‘গতকাল সোমবার বিকালের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত হয়েছে বলে একটি পোস্ট ভাইরাল হয়, যা ছিল নিছক একটি গুজব। শুধু আমাদের বিশ্ববিদ্যালয়েই নয়, দেশেও এখন পর্যন্ত মাঙ্কিপক্সের আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।’
সাধারণত পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে এর প্রাদুর্ভাব দেখা যায়। সর্বপ্রথম বানরের দেহে শনাক্ত হওয়া এ রোগটি ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এবং এর আগে আফ্রিকার বাইরে দেখা যায়নি।
সম্প্রতি উত্তর আমেরিকা ও ইউরোপের এক ডজনের বেশি দেশে ভাইরাসজনিত রোগ মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাংলাদেশও সতর্ক অবস্থান নিয়েছে।
এর প্রতিরোধে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর এবং নৌ ও স্থলবন্দরগুলোতে আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের উপর সজাগ দৃষ্টি ও স্বাস্থ্য পরীক্ষা জোরদার করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।
গুটিবসন্তের টিকা মাঙ্কিপক্স থেকে ৮৫ শতাংশ সুরক্ষা দেয় জানিয়ে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘মাঙ্কিপক্সের ৯০ শতাংশ রোগী ১৫ বছরের কম বয়সী শিশু। গুটিবসন্তের টিকা বন্ধ করা এর একটি কারণ হতে পারে।’ সূত্র : বিডিনিউজ













