বাংলাধারা প্রতিবেদন »
আলোচিত ও সমালোচিত এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তিন আসামিকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান পিবিআইয়ের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত ৫ জুলাই পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা সন্তোষ চাকমা তিন আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছিলেন।
যাদের বিরুদ্ধে দেশ ত্যাগে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। তারা হলেন— কামরুল শিকদার ওরফে মুছা, এহতেশামুল হক ওরফে ভোলা ও মো. কালু। এদের মধ্যে মুছা ও কালু শুরু থেকে নিখোঁজ। ভোলা গ্রেপ্তার হলেও জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ চাকমা সংবাদ মাধ্যমকে বলেন, ‘গত ৫ জুলাই এজহারভূক্ত পলাতক তিন আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছিলাম। সোমবার শুনানি হয়েছে।’
বাংলাধারা/এফএস/এআই













