১৬ ডিসেম্বর ২০২৫

দেড় বছর পর চট্টগ্রাম থেকে সৌদি আরব যাচ্ছে ওমরাহ যাত্রীদের ফ্লাইট

বাংলাধারা প্রতিবেদন »

দীর্ঘ দেড় বছর পর আজ (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে ওমরাহ’র উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন ২৫ জনের একটি গ্রুপ।

রবিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা সৌদি আরবে যান। পবিত্র ওমরাহ পালন করে তারা আগামী ১৯ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন।

জানা যায়, সৌদি সরকারের দেওয়া শর্ত অনুযায়ী সব কিছু ব্যবস্থা করেই তারা ওমরাহ পালনে যাচ্ছেন। এরমধ্যে করোনা সনদপত্র ও মডার্না ও অ্যাস্ট্রোজেনেকার দুই ডোজ টিকা তারা নিয়েছেন।

এসময় ওমরাহ যাত্রীরা সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনার মধ্যেও ওমরাহ পালন করার সুযোগ পেয়েছি সেজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

তারা আরও বলেন, ‘ওমরাহ পালন করার জন্য সরকারি যে নীতিমালা যেমন, করোনা টেস্ট, সনদপত্র ও দুই ডোজ টিকা নেয়ার পদ্ধতিটা যদি আরও সহজ করা যায় তাহলে ওমরাহ পালনে অনেকে আগ্রহী হবেন।

বাংলাধারা/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ