৫ নভেম্বর ২০২৫

দোকানে নিম্নমানের মিষ্টি—বনফুল শোরুম মালিক কারাগারে

বান্দরবানেরর নিম্নমানের পচা মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ রসমালাই রাখার দায়ের বনফুল আউটলেটের স্বত্বাধিকারী খোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (৫ জুলাই) বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (প্রথম) বিচারক এ এস এম এমরান এ আদেশ দেন।

খোরশেদ আলম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত লোকমান হাকিমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ জুন দুপুর ১২টার দিকে বনফুল অ্যান্ড কোংতে অভিযান চালান নিরাপদ খাদ্য অধিদফতর। এ সময় দোকানে পঁচা মিষ্টি এবং মেয়াদোত্তীর্ণ রসমালাই পাওয়া যায়। এ ঘটনায় খোরশেদ আলমের বিরুদ্ধে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ। পরে আদালতে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আদালত পুলিশের পরিদর্শক একে ফজলুল হক বলেন, ‘নিরাপদ খাদ্য কর্মকর্তার দায়ের করা মামলায় খোরশেদ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।’

আরও পড়ুন