২৮ অক্টোবর ২০২৫

দোহাজারীর প্রথম মেয়র আ.লীগের লোকমান

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা নির্বচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মোহাম্মদ লোকমান হাকিম প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হলেন।

সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত প্রথমবারের দোহাজারী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ১৯ হাজার ১০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নিবার্চিত হয়েছেন।

তার কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগ নারকেল গাছ প্রতীক পেয়েছেন ২ হাজার ২৫৯ ভোট, এবং ইসলামি ফ্রন্ট মনোনিত মোমবাতি প্রতীকের প্রার্থী মো: জায়নুল আলম পেয়েছেনি এক হাজার ৯৭৮ ভোট।

জানা গেছে, ২০১৭ সালের ১১ মে দোহাজারী পৌরসভা গঠন হলেও সীমানা নির্ধারণ জটিলতার কারণে দীর্ঘ প্রায় সাত বছর পরে এ নির্বাচন অনুষ্ঠিত হলো। এ ইউনিয়নের পুরুষ ও মহিলা ভোটার ছিল ৩৩ হাজার ৫৮৬ জন।

সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ইলেক্ট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ৯ ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে কেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে দু’একটি ছোটখাট ঘটনা ছাড়া আর তেমন কোনো বড় ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অপরদিকে অনেক ভোটার জানিয়েছেন, ভোটিং মেশিন বেশি ধীরগতি হওয়ার কারণে ভোট দিতে অনেক সময় লেগেছে। সন্ধ্যায় যোগাযোগ করা হলে চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মিনহাজুল ইসলাম বেসরকারিভাবে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী লোকমান হাকিম নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন