২৪ অক্টোবর ২০২৫

দ্বিতীয়বার তফসিল, ১৬ এপ্রিল চট্টগ্রামে আইনজীবী নির্বাচন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন–২০২৫ এর জন্য দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৮ এপ্রিল (মঙ্গলবার) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এই তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী বার লাইব্রেরিতে অবস্থিত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১১ এপ্রিল (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

১২ এপ্রিল দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্রের বৈধতা যাচাই-বাছাই, আপত্তি শুনানি এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়ন প্রত্যাহার করতে ইচ্ছুক প্রার্থীরা ১৩ এপ্রিল প্রার্থী নিজে উপস্থিত হয়ে মুখ্য নির্বাচনী কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

এর আগে, গত ১৮ মার্চ আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে এডহক কমিটি কর্তৃক বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে মুখ্য নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান অ্যাডভোকেট তারিক আহমেদ। নির্বাচনী কর্মকর্তা হিসেবে মনোনীত হন অ্যাডভোকেট মো. মাসুদুল আলম, মুহাম্মদ কবির হোসাইন, মোহাম্মদ শাহাদাত হোসেন এবং মোহাম্মদ সেলিম উদ্দিন শাহীন।

প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন শুরুতে গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উদ্দেশ্যে গত বছরের ৩০ ডিসেম্বর প্রথম দফায় নির্বাচন কমিশন গঠন করা হয়। তবে রাজনৈতিক উত্তেজনা ও আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে দ্বন্দ্বের জেরে নির্বাচনের মাত্র ৬ দিন আগে কমিশনের সব সদস্য, মুখ্য নির্বাচন কর্মকর্তাসহ, পদত্যাগ করেন।

পরবর্তীতে সমিতির ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। ১৬ ফেব্রুয়ারি গঠিত পাঁচ সদস্যের ওই কমিটিতে আহ্বায়ক করা হয় অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরীকে। সদস্য হিসেবে ছিলেন অ্যাডভোকেট শামসুল আলম, সৈয়দ আনোয়ার হোসেন, জহুরুল আলম ও রফিক আহাম্মদ।

নিয়মানুযায়ী, এই অ্যাডহক কমিটিকে ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। ভোটাধিকার রয়েছে ৫,৪০৪ জন আইনজীবীর।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন