৮ ডিসেম্বর ২০২৫

ধর্মঘট প্রত্যাহার; সরব নগরী

বাংলাধারা প্রতিবেদন»

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ভাড়া বাড়ানোর দাবিতে ডাকা ধর্মঘটের তৃতীয় দিনে নগরের অভ্যন্তরে গণপরিবহন চলাচল করলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রোববার (৭ নভেম্বর) ভোর ৬টা হতে মহানগরীতে গণপরিবহন চালানোর ঘোষণা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন।

দূরপাল্লার বাস বন্ধ থাকায় সিএনজিচালিত অটোরিকশাসহ ব্যক্তিগত গাড়িতে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন যাত্রীরা। এজন্য তাদের দিতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। একজনের সিটে দুইজন বসিয়েও নিচ্ছে অনেক যাত্রীবাহী গাড়ি।

ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। শনিবার দ্বিগুণ ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশায় ফেনীর ছাগলনাইয়া থেকে মাকে নিয়ে শহরে ডাক্তারের কাছে এসেছেন রাহাত মাহমুদ খান। রাতে গাড়ি না পাওয়ায় চকবাজারস্থ একটি হোটেলে রাত্রিযাপন করেন তিনি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারবেন কি-না, তা নিয়ে আছেন দুশ্চিন্তায়।  

গত ৩ নভেম্বর তেল ও ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের পর শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে পরিবহন মালিকেরা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। এতে বিপাকে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন