পটিয়া প্রতিনিধি »
‘থামিয়ে দাও মেয়েদের প্রতি তোমার অসুবিধা বা ভেবে দেখো তুমিও একদিন হতে পারো একটি মেয়ের বাবা’ এ স্লোগানকে ধারন করে চট্টগ্রামের পটিয়া পৌরসভার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও নেতৃবৃন্দরা।
বৃহষ্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে এই মানববন্ধনের আয়োজন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আইয়ুব বাবুল।
দেশজুড়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে পটিয়ায় ও বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। তন্মধ্যে অংশ হিসেবে পটিয়া সরকারি কলেজের ছাত্র-ছাত্রী পটিয়া উপজেলার নারী জাগরণ এবং সর্বস্তরের সাধারণ জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণকারীদের কোন ধর্ম বা দল নেই। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ড। ভবিষ্যতে কেউ ধর্ষণ করার সাহস করতে যেন না পারে। ধর্ষণকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছে তারা।
এসময় উপস্থিত ছিলেন এম নাছির উদ্দিন, ফরিদ আহমদ, নুরুল আবছার, বি. কম শামসু, মুক্তিযোদ্ধা আহমদ নূর, মুক্তিযোদ্ধা আমিনুল হক, ব্যাংকার নুরুল ইসলাম, অধ্যাপক রওশনগীর আমিরী, আবু তাহের প্রমুখ।
এছাড়াও পটিয়া উপজেলা ছাত্রলীগ যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর পটিয়া সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করে। মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে জাতীয় সংগীত পাঠ করে ছাত্র ছাত্রীরা। সমাবেশে তাদের বক্তব্য শেষ করে পুনরায় মিছিল নিয়ে পটিয়া সরকারি কলেজে এসে মিছিল শেষ করে।
বাংলাধারা/এফএস/এএ













