ফটিকছড়ি প্রতিনিধি »
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী এক মহিলাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল মনসুর নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) নারায়নহাট ইউনিয়নের পশ্চিম চাঁন্দপুর হরিনমারা গ্রামের নৃগোষ্ঠী কসমতি ত্রিপুরাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ সন্ধ্যায় আবুল মনসুরকে প্রকাশ মুছা মেম্বারকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আবুল মনসুর নারায়ণহাট ইউনিয়ন ইউনিয়ন পরিষদে ৭নং ওয়ার্ডের সদস্য।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শেখ আব্দুল্লাহ কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল বিকেলে কসমতি ত্রিপুরাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই মেয়ে বাদি হয়ে একটি মামলা করে, সেই সূত্রে আমরা আবুল মনসুরকে সন্ধ্যায় গ্রেপ্তার করি এবং আজ সকাল ৯টার দিকে তাকে কোর্ট প্রেরণ করেছি।
বাংলাধারা/এফএস/এএ













