৭ নভেম্বর ২০২৫

ধর্ষণ মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে ৫ বছরের দণ্ডপ্রাপ্ত নিতাই চন্দ্র বনিককে (৫৫) গ্রেফকার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নিতাই চন্দ্র সীতাকুণ্ড থানার প্রেমতলা এলাকার মৃত হরিচন্দ্র বণিকের ছেলে। তিনি নগরের খুলশী থানার ফয়’জ লেক নুরিয়া মাদ্রাসা রোডের রেলওয়ে কোয়াটারে বসবাস করেন।

জানা যায়, খুলশী থানার বাসিন্দা তার ৭ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২০১৭ সালে নিতাই চন্দ্র বণিকের বিরুদ্ধে মামলা করেন। উপ পরিদর্শক (এসআই) নুরউদ্দিন মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক নিতাই চন্দ্রকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, আসামি দীর্ঘদিন পলাতক ছিল। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিতাইয়ের মেয়ের বাড়ি মাস্টার লেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৬ জুন) তাকে আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ