৮ নভেম্বর ২০২৫

ধোনির বাড়িতে মেসির উপহার

বাংলাধারা ডেস্ক »

বিশ্বকাপ জয়ের পরে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বাড়িতে  নিজের সই করা আর্জেন্টিনার জার্সি পাঠালেন লিয়োনেল মেসি।  ধোনির মেয়ে জিভার জন্যেই আর্জেন্টিনার অধিনায়কের এমন উপহার।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধোনির সই করা জার্সির ছবি দিয়েছেন জিভা। সেখানে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার জার্সি পরে হাসিমুখে ছবি তুলেছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘যেমন বাবা, তেমন মেয়ে’।

জিভার এই পোস্টটি প্রায় দুই লক্ষ লাইক সংগ্রহ করেছে সমাজাকি মাধ্যমে। ইনস্টাগ্রামে জিভার ফলোয়ার সংখ্যা ১.৯ মিলিয়ান। বাবার মতোই ফুটবলের প্রতি অনুরাগ রয়েছে জিভার। আইএসএল-এর ক্লাব চেন্নাইয়িন এফসি’র অন্যতম অংশীার মহেন্দ্র সিং ধোনির। তিনি ছাড়াও এই ক্লাবের অংশীদারিত্ব রয়েছে ভিটা দানি এবং অভিষেক বচ্চনের কাছে।

ধোনির ফুটবল প্রীতির কথা সবার জানা। ক্রিকেট শুরুর আগে ফুটবল খেলতেন তিনি। স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। ক্রিকেট শুরু করার পরেও ফুটবলের প্রতি ভালবাসা তাঁর যায়নি। সুযোগ পেলেই ফুটবল পায়ে মাঠে নেমে পড়েন। ভারতীয় দলে খেলার সময়ও অনুশীলনে নিয়ম করে ফুটবল খেলতেন তিনি।

আইএসএলে চেন্নাইয়িন এফসির সঙ্গে যুক্ত ধোনি। দলের খেলা থাকলে মাঝেমধ্যেই গ্যালারিতে দেখা যেত তাঁকে। সঙ্গে থাকতেন তাঁর মেয়েও। জিভাও যে বাবার মতো ফুটবল ভালবাসে তা তার আর্জেন্টিনার জার্সি গায়ে ছবি দেখেই বোঝা যাচ্ছে।

কাতার বিশ্বকাপে সাতটি গোল করেছেন লিওনেল মেসি এবং তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। আর্জেন্টিনা মোট ১২টি গোল করেছে কাতারে যার মধ্যে ১০টিতেই

অবদান রয়েছে মেসির। ফাইনালে জোড়া গোল করার পাশাপাশি টাই ব্রেকারেও চাপের মধ্যে থেকে প্রথম শট থেকে গোল এনে দেন তিনি। ফিফা বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল জেতেন মেসি। এই নিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হলেন বেশি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও গোল্ডেন বল জিতেছিলেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে মেসিই প্রথম ফুটবলার যিনি দুই বার গোল্ডেন বল জিতেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ