২৫ অক্টোবর ২০২৫

নওফেলের আক্ষেপ ‘আমরা এখনো সাবধান হইনি’

বাংলাধারা প্রতিবেদন »

দিনদিন জ্যামিতিক হারে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বাড়লেও এই মহামারির করুণ পরিস্থিতিতে মানুষের অসচেতা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (১৪ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে এমন আক্ষেপ প্রকাশ করেন।

শিক্ষা উপমন্ত্রী স্ট্যাটাসে লিখেন, ‘স্বাস্থ্যবিধি না মেনে জীবন যাপন করলে কভিড১৯ সংক্রমণের হার কমবে না। ভিড়ভাট্টা এড়িয়ে আমরা এখনো চলছি না, মাস্কের ব্যবহারও কম, দূরত্ব বজায় রাখার চেষ্টাও বেশ কম।’

করোনা মোকাবেলায় বিশ্ব পরিস্থিতি উল্লেখ করে নওফেল বলেন, ‘পৃথিবীর প্রায় সব উন্নত দেশগুলো সর্বশক্তি দিয়েও করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণ করতে হিমসিম খেতে হয়েছে, লক্ষাধিক মানুষ মৃত। বাস্তবতা হচ্ছে এর কোনো ঔষধ এখনো বের হয়নি।’

মহিবুল হাসান চৌধুরী নওফেল দেশের মানুষের সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘নিজে যদি সচেতন না হই, কোনো সরকারই কখনই সমাধান দিতে পারবে না। কিন্তু এখনো কি আমরা সচেতন হয়েছি? সামাজিক যোগাযোগ মাধ্যমেই শুধু সচেতনতা, আলোচনা, সমালোচনা হচ্ছে, কিন্তু বাস্তবে ঠিকই আমরা বেশিরভাগই একেবারেই অসেচতন।’

করোনাকালে তরুণদের অসচেতনতা ও এই প্রজন্মকে নিয়ে শঙ্কা প্রকাশ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বিশেষ করে আমাদের তরুন প্রজন্ম। তরুণরা বেশিরভাগই আমরা বেশ সরব, ক্ষুব্ধতা প্রকাশ করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই বলছি, কিন্তু বাস্তব জীবনে আমরা অনেকেই প্রায় এক ধরনের ভ্রুক্ষেপহীন। যেই প্রজন্মের ওপরে এখনো আমরা নির্ভরশীল, আমাদের ভাবলেশহীন নির্লিপ্ততা সেই প্রজন্মকে আমাদের কাছ থেকে নিয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমরা সাবধান এখনো হইনি। একটি বিশাল দক্ষ যোগ্য অভিজ্ঞ প্রজন্ম বিদায় নিলে আমাদের এই আসন্ন অর্থনৈতিক সংকট থেকে উঠে আসা আরো দীর্ঘায়িত হবে।’

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ