বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল মঙ্গলবার দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে। উপমন্ত্রী স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গেও কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী ও মহাপরিচালক নওফেলকে বুধবার থেকে করোনা শনাক্তকরণ শুরু হবে বলে নিশ্চিত করেন। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়াও স্বাস্থ্য অধিদফতরে এ বিষয়ে কথা বলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নওফেলের হস্তক্ষেপে চট্টগ্রামে করোনা শনাক্তকরণ কিট সমস্যার সমাধানের ইঙ্গিত মিলেছে।
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্ত করা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা কাল (বুধবার) থেকেই শুরু হবে। কিছু কিট বিআইটিআইডিতে জমা আছে। কাল আরও যাবে। শনাক্তকরণের অনুমতিও দিয়েছে অধিদফতর। অধিদফতরের একটা দল যাওয়ার কথা। এরপর পরীক্ষা শুরু হবে। আর এটা শুরু করা গেলে শ্বসনতন্ত্রের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে যাচ্ছেন, তাদের আর ভর্তি করাতে সমস্যা হবে না।’
উল্লেখ্য, চট্টগ্রামে ঘোষণার তিন দিন পরও মঙ্গলবার পর্যন্ত সেখানে সংক্রমণ নির্ণয় শুরু হয়নি। এ নিয়ে নগরবাসীর মনে হতাশা তৈরি হচ্ছিল।
বাংলাধারা/এফএস/টিএম













