বাংলাধারা ডেস্ক »
রাজধানী বনানীর ৯ নম্বর রোডে একটি ভাড়া বাসায় ভাড়া থাকেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গত মঙ্গলবার (১০ মার্চ) তার নিচের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বুধবার (১১ মার্চ) বনানী থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন শিক্ষা উপমন্ত্রী।
নওফেল জানান, চুরির বিষয়টি বনানী থানা পুলিশকে অবহিত করা হলে একজন এসআই এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান। নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করেই গ্রিল মেরামতের পরামর্শ দিয়ে যান এসআই।
তিনি আরো জানান, বাড়তি নিরাপত্তার ব্যবস্থা না করলে স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে বিষয়টি জানাবো।
বাংলাধারা/এফএস/টিএম
				












