ক্রীড়া প্রতিবেদক »
মিরসরাই উপজেলার জোরারগঞ্জে অনুষ্ঠিত মরহুম ওহীদুল্লাহ চৌধুরী স্মৃতি টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্টের পঞ্চম ও ষষ্ঠ ম্যাচে জয় পেয়েছে দুর্বার ক্রীড়া সংঘ ও ওয়েল ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার(বারইয়ারহাট)।
শনিবার জোরারগঞ্জে পরাগল পুর মাঠে প্রথম পর্বের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় দুর্বার ক্রীড়া সংঘ এবং সততা স্পোর্টিং ক্লাব। যেখানে ৭৯ রানে জয়লাভ করে দুর্বার ক্রীড়া সংঘ।দলের পক্ষে ৩১ রান এবং ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় দুর্বার ক্রীড়া সংঘের সাইফুল।
দিনের অপর খেলায় ওয়েল ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার(বারইয়ারহাট) এর মুখোমুখি হয় জোরারগঞ্জ একাদশ।যেখানে ১৭৭ রানের বিশাল ব্যবধানে টুর্ণামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয় ওয়েল ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার(বারইয়ারহাট)।
ওয়েল ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের হয়ে (বারইয়ারহাট) ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পান ব্যাটসম্যান সাজ্জাদ । ২৫৫.০০ স্ট্রাইক রেটে ৪০ বলে ১০২ রানের ঝড়ো ইনিংস খেলেন এই দাপুটে ব্যাটসম্যান।
এসইউ













