৪ নভেম্বর ২০২৫

নগরীতে অর্ধকোটি টাকার ইয়াবাসহ আটক ১

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কর্ণফুলী থানাধীন চরফরিদ ফসিল ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -৭।

রোববার ( ২৪ নভেম্বর ) রাত সাড়ে এগারোটা নাগাদ অভিযানটি পরিচালনা করা হয়।

আটককৃত মোঃ জনাব আলী (৩১)। জনাব ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার হায়দার আলীর পুত্র।

র্যাব-৭’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়,কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাকযোগে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে যাচ্ছে।

উক্ত তথ্যের ভিত্তিতে রোববার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৭’র একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চরফরিদ ফসিল ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার হতে চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। এ সময় কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা গাড়িটিকে তল্লাশীর জন্য সংকেত দিলে ট্রাকের ড্রাইভার র্যাবের চেকপোস্টের সামনে এসে থেমে যায়।

মাদক ব্যবসায়ী র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে একজন কে আটক করে। পরে আটককৃতের দেহ তল্লাশী করে তার হাতে থাকা ব্যাগের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ৯ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

আটককৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজারের মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে তাদের কাছ থেকে কম মূল্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে র্যাব-৭।

আটককৃতের কাছ থেকে উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/ইফ

আরও পড়ুন