বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় অভিযান চালিয়ে ৩টি অস্ত্র ও গুলিসহ সোহরাব হোসেন সোহেল প্রকাশ সৌরভ (২৯) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
রোববার (৭ জুন) দিবাগত রাতে আরেফিন নগরে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এর মেইন গেইটের বিপরীত পাশের রাস্তা সংলগ্ন ফুটপাত থেকে তাকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন
জানা গেছে, গ্রেফতার সোহরাব হোসেন সোহেল চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুরের আসমতেরগো বাড়ীর আবু সুফিয়ানের ছেলে। বর্তমানে সে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ২নং ছিন্নমূল সমাজ-এ বসবাস করে।
র্যাব-৭ সূত্র জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান, দুুই রাউন্ড গুলি এবং একটি পাইপ গানসহ সোহরাবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ৫টি এবং নগরীর বায়েজিদ বোস্তামী থানায় দুটিসহ মোট ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তার সোহরাব পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নতুন করে মামলা করা হয়েছে বলেও জানায় র্যাব-৭।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













