৩০ অক্টোবর ২০২৫

নগরীতে অস্ত্র তৈরীর সরঞ্জাম ও মাদকসহ ৫ আসামী গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালী থানাধীন রানীর দীঘির উত্তর পাড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরীর সরঞ্জাম ও মাদকসহ ৫ জন আসামীকে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর রানীর দীঘির উত্তর পাড় ইসহাক ভিলার ৩য় তলা থেকে মাদক সেবনরত অবস্থায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ এ ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ১. নগরীর রানীর দিঘীর উত্তর পাড় এলাকার মো. ইছহাকের ছেলে মো. ইয়াকুব (৩৮) ২. নগরীর এনায়েত বাজার এলাকার মো. রফিকের ছেলে মো. সিরাজুল ইসলাম মামুন (৪৩) ৩. ফেনী সদর থানার ৪নং ধর্মপুর ইউয়ানের মৃত শেখ আহম্মদের ছেলে শেখ ফরিদ আহম্মদ (৩৪) ৪. চট্টগ্রামের বাঁশখালী থানার জঙ্গল জলদীর বিশ্বাস পাড়া এলাকার টি কে বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (৫০) ৫. পশ্চিম বাদারবাড়ীর করিম সওদাগর বাড়ি এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (৪৬)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমটি) তথ্যের ভিত্তিতে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি’র এক বিশেষ নগরীর কোতোয়ালী থানাধীন রানীর দিঘীর উত্তর পাড় ইসহাক ভিলায় অভিযান চালিয়ে ১টি স্লাডিং কেইস, ২টি ব্যারেল, ২টি পিস্তল গ্রিফ উইথ ট্রেগার ম্যাকানিজম এর ভাঙ্গা অংশ, ৪টি স্প্রিং এবং ২টি স্প্রিং বিহীন ম্যাগজিন, ১৯টি বিভিন্ন ধরনের পিস্তল গ্রিফ কভার, ৮টি অস্ত্র মেরামতের সরঞ্জাম, ১৩টি পিস্তলের বডি লগিং পিন, ৮টি বিভিন্ন আকৃতির অস্ত্র মেরামতের ধাতব প্লেট, ১৯টি অস্ত্র মেরামতের অন্যান্য বিভিন্ন সাইজের সরঞ্জাম এবং ১১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৫ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে সুস্পষ্ট মাদক বিক্রি, অস্ত্র বেচাকেনার তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানান বিজ্ঞপ্তিতে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন