৫ নভেম্বর ২০২৫

নগরীতে আগুনে পুড়লো তিন দোকান

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর উত্তর পতেঙ্গার কাঠগড় এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে তিনটি দোকানঘর।

সোমবার (২৫ নভেম্বর) ভোর রাতে কাঠগড়ে রাজা পুকুর পাড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, ভোরে কাঠগড়ের রাজা পুকুর পাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু্ইটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নির্বাপনে আনে।

তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনের সূত্রপাত হয়।অগ্নিকাণ্ডে মো. শামসুল আলম ও মাহবুবুল আলমের দোকানগুলো পুরোপুরি পুড়ে যায়। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ