বাংলাধারা প্রতিবেদন »
বন্দর নগরীর ইপিজেড থানাধীন ২নং মাইলের মাথা এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। এতে ৪ দোকান ও ২ বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
জানা গেছে, মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে ইপিজেড থানাধীন ২নং মাইলের মাথা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘট। হঠাৎ করে আগুন ধরে যাওয়ায় নতুন মসজিদ এলাকার দোকানগুলো এবং সবুর কলোনির ২টি বাসা থেকে কোনো কিছুই বের করা সম্ভব হয়নি।
বাংলাধারা/এফএস/এএ













