২৮ অক্টোবর ২০২৫

নগরীর ইপিজেডে সুতা চুরি,গ্রেফতার ৮

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর ইপিজেড এলাকা থেকে আমদানিকৃত সুতা চুরির সাথে জড়িত আটজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। ঢাকা, চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও কক্সবাজারের বিভিন্ন এলাকা তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে লালদীঘি নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন,  মো. আমজাদ হোসেন (২১), মো. আবছার উদ্দিন প্রকাশ রাব্বি (১৯), মো. মামুন মিয়া (২৬), মো. নাজমুল হক (৩৪), মো. ইলিয়াছ (৪০), মো. আফজাল হোসেন (২৬), মো. কবির হোসেন (৩০) ও হোসাইন আল মাকসুদ প্রকাশ সনেট (৩৬)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ জানান, চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে  গাজীপুরে নেওয়ার সময় গত ৪ ফেব্রুয়ারি ৩০ লাখ টাকা মূল্যের ৩৩০ কার্টন  সুতা চুরি হয়।সুতার মালিক চুরির বিষয়ে  ইপিজেড থানায় মামলা করার পর  এ বিষয়ে পুলিশ তদন্তে নামে । চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের আটজনকে গ্রেফতার করা হয়।তাদের দেওয়া তথ্য  অনুযায়ী  ৩০ লাখ টাকা মূল্যের ৩৩০ কার্টন সুতা উদ্ধার করে পুলিশ ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন