বাংলাধারা প্রতিবেদন »
নগরীর চকবাজার ও বাকলিয়ায় চকবাজার থানা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী বিপ্লব দাশ বাপ্পীর ব্যক্তিগত উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩ মে) পশ্চিম বাকলিয়ার ফুলতলা মসজিদ গলির নিজস্ব বাসভবনের নীচতলায় সকাল ১২টায় ও বিকাল ৪টায় দু’দফায় এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।
উপহারসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি আতপ চাল, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ৫০০ গ্রাম মটর ডাল।
উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চকবাজার থানা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দাশ (ইপ্তি), সহ-সভাপতি রুমন ভট্টাচার্য, সহ-সভাপতি বাবলু দেব, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন দাশ, সাংগঠনিক সম্পাদক বাপ্পী দে, সিনিয়র সদস্য স্বপন সিং, সদস্য নিপু রক্ষিত, জীবন দাশ প্রমুখ।
প্রকৌশলী বিপ্লব দাশ বাপ্পী বলেন, বৈশ্বিক মহমারি করোনাতে বহু মানুষের আয় বন্ধ হয়ে কষ্টে আছে এবং সংসার চালাতে হিমশিম খাচ্ছে। অনেকে লজ্জায় কিছু বলতেও পারছেন না। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সাধ্যমত এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। কারণ মানুষ মানুষের জন্য এবং মানবতাই হচ্ছে বড় ধর্ম। তাই সমাজের বিত্তবানদের আহ্বান জানাই, সাধ্যমত করোনার এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। করোনাকালীন সময়ে নিজ এলাকা ও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













