বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বাকলিয়ার কালা মিয়া বাজার এলাকায় একটি মাছের খামারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ হাজার কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) জেলা মৎস অধিদফতরের সহায়তায় ওই খামারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।
এস এম আলমগীর জানান, স্থানীয় এক ব্যক্তির জমি লিজ নিয়ে গোপনে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করছিলেন ইকবাল নামের একজন খামারি।
তিনি বলেন, মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী আফ্রিকান মাগুর মাছ চাষ নিষিদ্ধ। এই কারণে ওই খামার থেকে ১ হাজার কেজি মাগুর মাছ জব্দ করা হয়েছে। জমির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আফ্রিকান মাগুর মাছ রাক্ষুসে টাইপের মাছ। এই মাছ অন্য মাছকে খেয়ে ফেলে। চাষ নিষিদ্ধ হলেও খাওয়া নিষিদ্ধ নয়। জব্দ করা মাছগুলোকে কয়েকটি এতিমখানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













