বাংলাধারা প্রতিবেদন »
নগরীর মেহেদীবাগে অবস্থিত এ স বি এন্টারপ্রাইরজে অভিযান চালিয়ে এক হাজার লিটার ভেজাল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।
আলী হাসান জানান, লাইসেন্সের শর্ত অমান্য করে ভেজাল মিশ্রিত করে প্রতিষ্ঠানটি ঘি প্রস্তুত ও বিক্রি করছিল। পামওয়েল, আটা, ডালডা, অনুমোদিত কৃত্রিম রঙ ও ফ্লেভার ব্যবহার করে কারখানায় ভেজাল ঘি প্রস্তুত করে প্রতিষ্ঠানটি।
অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক সরোজ বড়ুয়া দায় স্বীকার করে পরবর্তী এমন কাজ করবেন না বলে মুচলেকা দেয়। প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ ঘি আনন্দবাজার এলাকায় পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযানে র্যাব-৭ এর এএসপি মো. মাহমুদুল হাসান মামুন, নিরাপদ খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরীসহ র্যাব-৭ এর অন্যান্য সদস্যরা অংশ নেন।
বাংলাধারা/এফএস/টিএম













